শেরপুরে দুস্থ মানুষের মাঝে সাবেক সাংসদ শ্যামলীর ইফতারী বিতরণ অব্যাহত News News Desk প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মে ১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে শেরপুরে পবিত্র মাহে রমজানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের সম্পাদক-প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ব্যক্তিগত তহবিল থেকে রোজাদারদের জন্য আরও ইফতারী বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার ৬ষ্ঠ রমজানে পিকআপ ভ্যানের মাধ্যমে সদর উপজেলার ঘুঘুরাকান্দী ইউনিয়নে ও শহরের বিভিন্ন রাস্তার ওলিগলিতে ইফতারী পৌঁছে দিয়েছেন আদরজান ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এদিকে সাবেক সাংসদ শ্যামলীর পক্ষ থেকে ইফতারী পেয়ে খুশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষজন। ইফতারী বিতরণে অংশ নেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, জেলা কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন প্রমুখ। এ ব্যাপারে আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা মো: উমর ফারুক জানান, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে এবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ওইসব কর্মহীনদের মাঝে ইফতারী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন শেষ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম এবং পর্যায়ক্রমে সদর উপজেলাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। Related posts:শ্রীবরদীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাঝিনাইগাতীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার, শ্রবণ যন্ত্র ও চশমা বিতরণঝিনাইগাতীতে নতুন ৪ জনসহ মোট ২৩ জন করোনায় আক্রান্ত ॥ সুস্থ ৭ Post Views: ২৪৬ SHARES শেরপুর বিষয়: