আটপাড়ায় বানিয়াজান ইউনিয়নে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, মে ১১, ২০২০

বিশেষ প্রতিনিধি ॥ করোনা সংক্রমণ রোধে নেত্রকোনার আটপাড়া-কেন্দুয়ার স্থানীয় সাংসদ অসীম কুমার উকিলের নিজস্ব অর্থায়নে বানিয়াজান ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসহায় ১শত নেতাকর্মীর পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) আটপাড়া ডিগ্রী কলেজ মাঠে সাংসদের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভাটি বাংলার অগ্নীকন্যা কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অধ্যাপক অপু উকিল।
এসময় উপস্থিত ছিলেন, আ’লীগ সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, অফিসার ইনচার্জ মো: আলী হোসেন পিপিএম, সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, আ’লীগের সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক, শাহজাহান কবীর, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ, এডভোকেট নিরঞ্জন পাল সৈকত, মহিবুজ্জামান খান লিটন, কৃষক লীগের সভাপতি মো: আব্দুল হান্নান।


এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মো: কামরুল ইসলাম ভূইয়া, কেন্দুয়া সদর কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জি, প্রচার সম্পাদক মো: আরিফুজ্জামান খান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা, আ’লীগ সদস্য কামরুজ্জামান কাজল, আল মোমেন পাঠান জুয়েল, জেলা পরিষদ সদস্য মো: সুমন খান, বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম. ঈশা খান, সম্পাদক উজ্জল দত্ত, শ্রমিক সভাপতি অমল কুমার দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ প্রমূখ।
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া আওয়ামী লীগের অসহায় পরিবারের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাংসদের সহধর্মীনি রাজ পথের অঙ্গী কন্য অধ্যাপক অপু উকিল।
ত্রাণ সামগ্রী পেয়ে আওয়ামী লীগ কর্মীরা অত্যন্ত আনন্দিত ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।