করোনায় পৌর এলাকার বিপন্ন মানুষের মাঝে শ্রমিক নেতা আরিফের আরও উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস হতে সৃষ্টি পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া শেরপুর পৌর এলাকার দিমুজুর শ্রমিক ও কমর্হীন বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে ব্যক্তিগত তরফ থেকে আরও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। ১৭ মে রবিবার সন্ধ্যায় পৌর এলাকার কসবা মোল্লাপাড়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, চেম্বারের পরিচালক বশিউর রহমান সেলু, কান্দাপাড়া মহল্লায় মজিবুর রহমান মাস্টার, নবীনগর মহল্লায় শ্রমিক নেতা আমির আলী, আব্দুল হামিদ ও পূর্বশেরী বাগে জান্নাত জামে মসজিদের সভাপতি-সম্পাদকের মাধ্যমে দিনমুজুর ও কর্মহীন মানুষের মাঝে শতাধিক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা শ্যামলী নিউজ২৪ডটকমকে বলেন, করোনা ভাইরাস হতে সৃষ্টি পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে শেরপুর পৌর এলাকার খেটে খাওয়া অনেক মানুষজন। ভয়াবহ এ দুর্যোগের শুরু থেকেই পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও বিভিন্ন মসজিদ কমিটিরে মাধ্যমে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পৌর এলাকার বেশকিছু মহল্লার শতাধিক কর্মহীন মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনার এ ভায়াবহ দুর্যোগে শেরপুর পৌর এলাকার দিনমুজুর, অসহায়, শ্রমিক ও কর্মহীন মানুষের মাঝে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ ফখরুল হাসানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।