প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুরে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে আবু তাহের নামে দশম শ্রেণির স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ৯ জুন মঙ্গলবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। তাহের স্থানীয় চাঁন মিয়ার একমাত্র ছেলে। জানা যায়, আবু তাহের একই গ্রামের এক মেয়েকে ভালোবাসতো। কয়েকদিন আগে সে মেয়েটিকে বিয়ে করবে বলে তার মাকে জানায়। মেয়ের পরিবার ওই প্রস্তাবে রাজী হলেও তাহেরের পরিবার তার বয়স কমসহ মেয়ের বাবা-মা সিলেটে বসবাস করার কারণে বিয়েতে রাজী ছিল না। ফলে বিষয়টি নিয়ে তাহের অভিমান করে। একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবার অজান্তে মায়ের ওড়না গলায় পেচিয়ে নিজের ঘরের ধর্নার সাথে ঝুলে আত্মহত্যা করে তাহের। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, বাবা-মার সাথে অভিমান করে কিশোর তাহের আত্মহত্যা করেছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। Related posts:শেরপুরে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যুনালিতাবাড়ীতে মাদকসহ পৌর কর্মচারী আটকশেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল Post Views: ২৯৪ SHARES নালিতাবাড়ী বিষয়: