ফ্রান্সে ছুরি নিয়ে হামলায় হতাহত ৯ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের লিয়ন শহরে ছুরি নিয়ে হামলার ঘটনায় একজন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, একটি সাবওয়ে স্টেশনের কাছে এক ব্যক্তি ছুরি নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৯ জন বলে জানানো হয়। কিন্তু পরে আবার আটজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কি কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ভিলেয়ারবেনের মেয়র জিন পল ব্রেট সাংবাদিকদের বলেন, ছুরি নিয়ে হামলার ঘটনায় ১৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এক টুইট বার্তায় মেয়র জিন পল বলেন, লিয়ন এলাকায় হামলার ঘটনায় আমি ভীষণভাবে শোকাহত। ওই হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ৩৩ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী ফ্রান্সে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। এই হামলাকে তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করা হচ্ছে না। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনের বিষয়ে প্যারিসের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। Related posts:কাবুল বিমানবন্দরের ফটকে ‘বোমা বিস্ফোরণে’ নিহত ১১সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্টবাহামাসে ডোরিয়ানের আঘাত, এখনও নিখোঁজ ২৫০০ Post Views: ২৪৬ SHARES আন্তর্জাতিক বিষয়: