নালিতাবাড়ীতে জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদে বুধবার ২৪ জুন দুপুরে সুফল ভোগীদের মাঝে উন্নত জাতের বকনা বাছুর বিতরন করেছে প্রানী সম্পদ দপ্তর।
প্রানী সম্পদ দপ্তর সূত্রে, সমতল ভুমিতে বসবাসরত অনঅগ্রসর ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নালিাতাবাড়ী উপজেলার ৫০ জন সুফল ভোগীদের মাঝে উন্নত জাতের ক্রস ব্রীড বকনা দানাদার খাদ্য ও গৃহনির্মান উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু, প্রানী সম্পদ দপ্তরের প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, উপ-প্রকল্প পরিচালক ডাঃ আনোয়ার সাহাদৎ, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডাঃ নবীন রতন পন্ডিত, শেরপুর জেলা লাইফ ষ্টক অফিসার ডাঃ মোঃ আঃ হাই, নালিতাবাড়ী উপজেলা লাইফ ষ্টক অফিসার ডাঃ মোঃ মতিউর রহমান, সাংবাদিক এমএহাকাম হীরা, বিপ্লব দে কেটু, মান্নান সোহেল, মাহফুজুর রহমান সোহাগ, আল হেলালসহ প্রমুখ ব্যাক্তিবর্গ।