নালিতাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আলোচনা সভা ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে ১১ জুলাই শনিবার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোকছেদুর রহমান লেবু উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহমা সারওয়াত সালাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ সহকারী মেডিক্যাল অফিসার শংকর চন্দ্র পাল। এছাড়াও বর্ন ডায়গনষ্টিক এর পরিচালক দেলোয়ার হোসেন রিপন উপস্থিত ছিলেন।