ঈদকে সামনে রেখে শ্রীবরদীতে পুলিশের মতবিনিময় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ শ্রীবরদী প্রতিনিধি ॥ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথা যথ ভাবে পালনের লক্ষে উপজেলার সবকটি পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন, জাল টাকার ব্যবহার প্রতিরোধ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও হাট বাজার ইজারাদারদের সাথে মত বিনিময় করেছেন শ্রীবরদীর পুলিশ প্রশাসন। ১১ জুলাই শনিবার বিকালে থানা প্রাঙ্গণে শ্রীবরদী থানার আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান এবং কোরবানী পশুর হাট পরিচালনা করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী, এসআই শফিকুর রহমান, এসআই জুয়েল রানা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও ইজারাদাররা উপস্থিত ছিলেন। ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, করোনা মোকেবলায় পুলিশ সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে শ্রীবরদী থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। প্রতিটি কোরবানির হাটে জাল টাকার ব্যবহার প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ অবস্থান করবে। প্রতিটি হাট বাজার পুলিশের মনিটরিং এর আওতায় থাকবে। পাশা পাশি কোরবানির পশুবাহী গাড়ি স্বাভাবিক ভাবে চলাচলের জন্য গুরুত্ব পূর্ণ স্থান গুলোতে যানযট নিরসনে স্বেচ্ছা সেবকরা কাজ করবেন। তিনি হাট বাজারের ইজারাদারদের উদ্দেশ্যে বলেন স্বাস্থ্য বিধি অনুসরণ করেই কোরবানির হাট পরিচালনা করতে হবে। কোথাও কোন অনিয়ম পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাল টাকা শনাক্ত করনের লক্ষে পুলিশের কাছে ডিজিটাল মেশিন থাকবে কেউ ইচ্ছে করলে টাকা পয়সা যাচাই বাছাই করতে পারবে। Related posts:সবুজ আন্দোলনের নালিতাবাড়ী উপজেলা কমিটি গঠিতনকলায় উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতিসর্বজনীন পেনশন স্কিম সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ: শেরপুরের ডিসি Post Views: ১৮৭ SHARES শেরপুর বিষয়: