আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঝিনাইগাতীতে মতবিনিময় সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই সোমবার শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশে ঝিনাইগাতী থানার উদ্যোগে থানার সভাকক্ষে ব্যবসায়ী, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) সরোয়ার হোসেন, এসআই খোকন চন্দ্র সরকারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। এসময় সভার সভাপতি ওসি আবু বকর ছিদ্দিক বলেন, আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে অজ্ঞান পার্টি, মলম পার্টি, কোরবানি পশুর হাট ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাল টাকা কারবারী এবং ছিনতাই কারীদের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। কোরবানি পশুর হাট বিভিন্ন শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোষাকধারী পুলিশসহ সাদা পোশাকের পুলিশ টহলে থাকবে। তবে এক্ষেতে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। এছাড়াও বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে শপিংমল, বিভিন্ন গার্মেন্টস দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠানে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা সাধারণ ও বিক্রেতাদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় এবং কোরবানির পশুর হাটেও ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানা হয় এজন্য উপস্থিত ইজারাদারদের সামাজিক দূরত্ব সর্তকতার সাথে নিয়ন্ত্রণ করতে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও পশুর হাটে জাল টাকা কারবারীদের তৎপরতা প্রতিরোধে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা করার জন্য পুলিশ একযোগে কাজ করবে বলে জানান। Related posts:নকলা প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনশেরপুরে পৃথক হত্যা মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডঝিনাইগাতীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ Post Views: ৩৩২ SHARES শেরপুর বিষয়: