নকলায় ইবতেদায়ী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলা উপজেলায় মাদ্রাসা পরিচালনা পরিষদ, শিক্ষক ও শিক্ষানুরাগীদের অর্থায়নে গঠিত উপবৃত্তি তহবিল থেকে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার সকল শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২২ জুলাই বুধবার উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তাসলিমা বেগম। অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সহকারী মৌলভী মাওলানা মো. রেজাউল করিম ও সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপম। ওইসময় সহকারী সুপার মাওলানা মো. আখতারুজ্জামান, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মেহেদী হাসান, স্থানীয় শিক্ষানুরাগী আব্দুস ছাত্তার, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, শওকত আলী, নুসরাত জাহান নীপা, মো. কাজিমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন, আবুল মিয়া ও আমিন মিয়াসহ উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। জানা যায়, ইবতেদায়ী শাখার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের অর্থ গচ্ছিত রাখতে জনতা ব্যাংক নকলা শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়েছে, যার হিসাব নং ১০০১৪৩৮৭০৭৫২। ওই মহতি উদ্যোগকে এগিয়ে নিতে মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তাসলিমা বেগম ওই হিসাবে এককালীন ৫০ হাজার টাকা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান ১০ হাজার টাকা তাৎক্ষণিক জমা করেছেন। তাছাড়া ওই কার্যক্রম স্থায়ী করতে মাদরাসার শিক্ষকরা তাদের প্রতি মাসের বেতন থেকে প্রতি শিক্ষক ১০০ টাকা থেকে ২০০ করে স্বেচ্ছায় উপবৃত্তি তহবিলে জমা করছেন। এমনকি ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরাও নিজেদের ইচ্ছায় প্রতি মাসে ১০ টাকা থেকে ২০ টাকা করে শ্রেণী শিক্ষকদের কাছে জমা করছেন তাদের ছোট ভাই বোনদের উপবৃত্তির জন্য। এসব গচ্ছিত টাকাতেই চলছে ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান। শিক্ষার্থীদের উপবৃত্তির স্বার্থে যে কেউ ওই হিসাবে টাকা জমা দিতে পারবেন বলে জানান মাদরাসা কর্তৃপক্ষ। Related posts:শেরপুরের শ্রীবরদীতে ধর্মীয় নেতাদের সাথে ওয়ার্ল্ড ভিশনের আলোচনা সভাশেরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিতঝিনাইগাতীর গারো পাহাড় থেকে আবারও বন্যহাতির মৃতদেহ উদ্ধার Post Views: ৩৭১ SHARES শেরপুর বিষয়: