নকলা-নালিতাবাড়ীর ৭ হাজার অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতি ও বন্যার মধ্যেও নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রায় ৭ হাজার হতদরিদ্র নারী-পুরুষ এবার ঈদ করবে নতুন কাপড়ে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপির ব্যক্তিগত সহযোগিতায় তাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে নতুন শাড়ি ও নতুন শার্ট। সাথে ছিল করোনা মোকাবেলায় মাস্ক।
গত ২৬ ও ২৭ জুলাই দুইদিনে মতিয়া চৌধুরী নিজে উপস্থিত থেকে তার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা ঘুরে ওইসব শাড়ি ও শার্ট বিতরণ করেন। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। দুই উপজেলার বিতরণকৃত শাড়ির সংখ্যা ৪ হাজার ৬শ এবং শার্ট এর সংখ্যা ২ হাজার ৩শ।
এছাড়াও তিনি নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান এবং দায়িত্বরত মহিলা পুলিশ কনস্টেবলদের মাঝে স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন। ওইসব সামগ্রী বিতরণকালে মতিয়া চৌধুরীর সঙ্গে প্রশাসনের কর্মকর্তাগণসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।