শেরপুরের শ্রীবরদীতে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র ৯০তম জন্মদিন পালন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই ভিডিও কনফারেন্স ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, পৌরসভার মেয়র আবু সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। ওইসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা বিষয়ক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ অসহায় ৬ জন মহিলার মাঝে সেলাই মেশিন ও ৪ জন অস্বচ্ছল দুঃস্থ মহিলাকে ২ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনুদান দেয়া হয়। Related posts:বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে ১ম শ্রেণির ঠিকাদার লাইসেন্স পেলেন শেরপুরের গণমাধ্যম কর্মী রাজুঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে কৃষকের আত্মহত্যাশেরপুরে পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুর বিদায় সংবর্ধনা Post Views: ২৭৩ SHARES শেরপুর বিষয়: