ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
ওইসময় আরো পুষ্পমাল্য অর্পন করেন, ঝিনাইগাতী থানা, উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডসহ অন্যান্যরা। পুষ্পমাল্য অর্পন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবর্গের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর ছিদ্দিক, ওসি তদন্ত সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ফকির সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুর পাড়ে বৃক্ষ রোপণ এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এছাড়াও শোক দিবস পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, মিলাদ-মাহফিল ও আলোচনা সভা। অপরদিকে, উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে, যুবলীগ দলীয় কার্যালয়ে ও ছাত্রলীগ পৃথক পৃথক ভাবে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত এর আয়োজন করেন।