ভূমধ্যসাগরে নৌকাডুবিতে পাঁচ শিশুসহ নিহত ৪৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০ অনলাইন ডেস্ক : লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, চলতি বছরে লিবিয়ায় সবচেয়ে মারাত্মক নৌকাডুবির ঘটনা এটি। ইউএনএইচসিআর জানিয়েছে, ছোট একটি নৌযানে করে ৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় ইঞ্জিন বিস্ফোরিত হয়ে তা ডুবে যায়। এতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। স্থানীয় জেলে ও মৎসজীবীরা ৩৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) উভয়ই অভিবাসীদের উদ্ধার করতে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে। সংস্থা দুটি জানিয়েছে, ব্যাপক উদ্ধার অভিযান ছাড়া ভূমধ্যসাগরে আরও প্রাণহানি ঘটবে। Related posts:বলির শিকার ২২৭ শিশুর কঙ্কাল উদ্ধারএক দিনে যুক্তরাষ্ট্রে ১০ লাখ করোনা রোগী শনাক্তজমজমের পানি পানে যে নতুন নির্দেশনা দিল সৌদি আরব Post Views: ১৭৯ SHARES আন্তর্জাতিক বিষয়: