শেরপুরের ঝিনাইগাতীতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ ঝিাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর এলাকা থেকে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে উপজেলা সদর বাজার থেকে সুরুজ আলী (২২) নামে ইজিবাইক চালকের গাড়িতে উঠে উপজেলা পরিষদ চত্ত্বরে যায়। সেখানে গিয়ে অজ্ঞান পার্টির সদস্যরা চালক সুরুজ আলীকে অজ্ঞান করে উপজেলা পরিষদ চত্ত্বরে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে চম্পট দেয়। সুরুজ আলী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের ফজল হকের ছেলে। পরে উপজেলা পরিষদ ভবন থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম রাস্তায় বের হলে অজ্ঞান অবস্থায় ওই চালককে পড়ে থাকতে দেখেন। পরে সুরুজ আলীর গ্রামের বাড়ি থেকে তার আত্মীয়-স্বজনরা এসে অজ্ঞান অবস্থায় সুরুজ আলীকে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা গেছে, সুরুজ আলীর পরিবারের লোকজন ওই ইজিবাইকটি ঋণ-ধার করে প্রায় দুই লাখ টাকায় ইজিবাইকটি ক্রয় করেছিলেন। ইজিবাইকটি ছিনতাই হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সুরুজ আলীর পরিবারের সদস্যরা। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। Related posts:নালিতাবাড়ীতে শিশুর শ্লীলতাহানী চেষ্টার অভিযোগে মামলা দায়েরঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানানালিতাবাড়ীতে ১৩টি ড্রেজার মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস, ৩ জনের কারাদণ্ড Post Views: ৩৪৭ SHARES শেরপুর বিষয়: