সুস্বাদু মাটন হালিম তৈরির রেসিপি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ বিকেলের নাস্তায় গরম গরম একবাটি হালিম হলে মন্দ হয় না। ছোট-বড় সবার কাছেই এটি ভীষণ পছন্দের একটি খাবার। সুস্বাদু এই খাবারটি তৈরি করতে পারবেন ঘরে থাকা কিছু উপাদানেই। আজ চলুন জেনে নেয়া যাক মাটন হালিম তৈরির রেসিপি- উপকরণ : খাসির মাংস ১ কেজি মুগ ডাল আধা কাপ মসুর ডাল আধা কাপ বুটের ডাল আধা কাপ খেসারি ডাল আধা কাপ মাষ কলাই ডাল আধা কাপ আদা-রসুন বাটা ২ টেবিল চামচ দারুচিনি-এলাচ ৮টি তেজপাতা ২টি পোলাও চাল আধা কাপ গমের গুঁড়া আধা কাপ মরিচ গুঁড়া ১ চা চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ আদা কুচি ২ টেবিল চামচ ধনিয়াপাতা ও কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ লেবুর রস স্বাদমতো। প্রণালি: প্রথমে খাসির মাংস আদা, রসুন, দারুচিনি, এলাচ, হলুদ, মরিচ ও অন্যান্য মসলা দিয়ে ভালো করে রান্না করতে হবে। সব ডাল একসঙ্গে আলাদা পাত্রে সেদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। এবার পোলাও চাল ও গমের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস, পেঁয়াজ ওপরে ছড়িয়ে পরিবেশন করুন। Related posts:যে কারণে দাম্পত্য জীবনের একান্ত কথা বান্ধবীকে বলবেন নাঅভ্যাস বদলেই রক্তে বাড়বে হিমোগ্লোবিনবিয়ে বাড়ির মতো চিকেন রোস্ট রাঁধবেন যেভাবে Post Views: ৪৭১ SHARES লাইফস্টাইল বিষয়: