সস্ত্রীক করোনা আক্রান্ত শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ আল মামুন। ২৯ আগস্ট শনিবার বিকেলে ওই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান। তিনি ও তার স্ত্রী শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক (অতিরিক্ত কৃষি কর্মকর্তা) তৌফিকুন নাহার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ইউএনও ফিরোজ আল মামুনের কিছুটা গলাব্যথা ও শ্বাসকষ্ট থাকলেও তার স্ত্রী সুস্থ রয়েছেন। জানা যায়, গত কয়েকদিন ধরেই ইউএনও ফিরোজ আল মামুন করোনা উপসর্গে জ্বর-সর্দিকাশি, শরীর ব্যাথা, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত বুধবার শেরপুর জেলা হাসপাতালে নমুনা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফল ‘কোভিড-১৯ নেগেটিভ’ আসে। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তার এবং তার স্ত্রীর নমুনা পরীক্ষায় ‘কোভিড-১৯ পজিটিভ’ আসে। পরে তাদেরকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান জানান, ইউএনও ফিরোজ আল মামুনের করোনা’র সাথে ডেঙ্গু সংক্রমণও ধরা পড়েছে। একইসাথে তার করোনা এবং ডেঙ্গুর চিকিৎসা চলছে। Related posts:শেরপুরে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডশেরপুরে এবার প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলো দুই শতাধিক পরিবহন শ্রমিকঝিনাইগাতীতে গরম বাতাসে ৫০ হেক্টর জমির ধান নষ্ট Post Views: ২৮৮ SHARES শেরপুর বিষয়: