ঝিনাইগাতীতে সি আর দত্ত স্মরণে মৌন শোক পালন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ ঝিনাইগাতী প্রতিনিধি ॥ সেক্টর কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত, বীর উত্তমের প্রয়ান স্মরণে শেরপুরের ঝিনাইগাতীতে মৌন শোক পালন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের মেইন রোডের পার্শ্বে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ৩০ মিনিট ব্যাপী এ মৌন শোক পালন করেন। এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি রবেতা ম্রং, সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী ও সাংঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র রায়সহ সংগঠনের ৪০-৫০ জন লোক উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে এবার ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের মাঝে শ্রমিক নেতা আরিফের উপহার সামগ্রী বিতরণশেরপুরের কিংবদন্তী ব্যবসায়ী ইদ্রিস মিয়া’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার বিতরণআগামীকাল ৩ মার্চ শেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশে আসছেন র্যাব ডিজি বেনজীর আহমেদ Post Views: ২৭১ SHARES শেরপুর বিষয়: