নালিতাবাড়ীতে ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সংবাদ সন্মেলন

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুর জেলা ট্রাক ট্রাকলড়ী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আওতাধীন নালিতাবাড়ী উপজেলা উপ-কমিটি কর্তৃক গত ৩০ আগষ্ট প্রকাশিত সংবাদ সন্মেলনের প্রতিবাদ করেছে শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রাম ট্রাক ট্যাংক লড়ী ও কার্ভাডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী থানা উপ-কমিটি।
গত বুধবার ৩ সেপ্টেম্বর রাতে শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রাম ট্রাক ট্যাংক লড়ী ও কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী থানা উপ-কমিটির সভাপতি হাজী মোঃ হারুনুর রশিদ ও সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম সংবাদ সম্মেলনে লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন যে, ট্রাক শিল্পের সাথে সম্পর্কযুক্ত সকল ব্যাবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৩১ আগষ্ট অত্র সংগঠনের মালিক সমিতির পক্ষে বলা হয়, শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রাম ট্রাক ট্যাংক লড়ী ও কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী থানা উপ-কমিটির নের্তৃবৃন্দ ও শ্রমিকগন নালিতাবাড়ী স্থলবন্দর এলাকায় প্রতি ট্রাক হতে অতিরিক্ত চাঁদা আদায় করছে। এমনকি স্থানীয় ট্রাক গাড়ীতে টিপ না দিয়ে অতিরক্তি অর্থের লোভে জেলার বাহির থেকে আগত ট্রাক গাড়ীতে টিপ প্রদান করছে। যার ফলে স্থানীয় মালিকগন ক্ষতিগ্রস্থের মধ্যে পড়েছেন বলে সংবাদ সন্মেলনের মাধ্যমে অভিযোগ করিছেন। যা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ড্রাম ট্রাক ট্যাংক লড়ী ও কার্ভাড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী থানা উপ-কমিটির পক্ষ হতে ইহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অত্র সংগঠনের চালক সমিতির পক্ষে তারা আরো বলেন, আমরা সংগঠনের পক্ষ হতে ইতি পূর্বে দীর্ঘ ৩০/৩৫ বছর যাবৎ মাল পরিবহনের ক্ষেত্রে বিশেষ করে ট্রাক বিভাগ অত্যন্ত সুনামের সহিত ও সুশৃংখলভাবে পরিচালনা করে আসছি। আমাদের বিরোদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল না, এখনো নাই। আমরা সংগঠনের পক্ষ হতে সব সময় চাঁদাবাজির বিরোদ্ধে অবস্থান নিয়ে আসছি। সম্প্রতি সময়ে একটি স্বার্থন্বেষী মহল আমাদের সংগঠনের দীর্ঘ দিনের সুনাম ও ভাবমুর্তি নষ্ট করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করে যাচ্ছেন। ইহাতে জেলার অভ্যন্তরীন ট্রাক মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দুরত্ব সৃষ্টি করে নালিতাবাড়ীর মাটিতে একটি অশান্তি সৃষ্টি করার পায়তারা চলছে। যাহা অত্যন্ত দুঃখজনক। আমরা সংগঠনের পক্ষ হতে হীন চক্রান্ত থেকে বিরত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
এ ব্যাপারে শেরপুর জেলা ট্রাক ট্রাকলড়ী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নালিতাবাড়ী উপ কমিটির পক্ষে সভাপতি অরুন সরকার ও সম্পাদক শামসুল আলম সওদাগর বলেন, অত্র সংগঠনের চালক সমিতির নের্তৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ তারা ট্রাক হতে অতিরিক্ত চাঁদা আদায় করছে। যা শ্রম বিধি অনুযায়ী পড়ে না।