জাপানের নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ অনলাইন ডেস্ক : জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিদে সুগা দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টের ভোটে তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। দেশটির নিম্নকক্ষের স্পিকার টাডামোরি ওশিমা বলেন, পার্লামেন্ট সদস্যদের বৈধভাবে পড়া ৪৬২টি ভোটের মধ্যে ৩১৪টি পেয়েছেন ইউশিহিদে সুগা । এএফপির খবরে বলা হয়, ইউশিহিদে সুগা জাপানের নিম্নকক্ষ ডায়েটে খুব সহজেই প্রধানমন্ত্রীর ভোটে জয়লাভ করেছেন, যেখানে তার দল রক্ষণশীল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবে প্রশাসনের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ছিলেন ৭১ বছর বয়সী ইউশিহিদে সুগা । বর্তমান মেয়াদ পূরণের এক বছর আগেই গত ২৮ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দেন শিনজো আবে। জাপানে সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা আবে বেশ কয়েক বছর ধরে ‘আলসারেটিভ কোলাইটিস’ রোগে ভুগছেন। ইউশিহিদে সুগার জন্ম কৃষক পরিবারে। ১৯৭৩ সালে নৈশ বিশ্ববিদ্যালয় টোকিও হোসেই থেকে আইনে স্নাতক পাস করেন তিনি। নিজের উপার্জিত অর্থে লেখাপড়া করা সুগা ১৯৮৬ সালে এলডিপিতে যোগ দেন। ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউশিহিদে সুগা শিনজো আবের প্রধানমন্ত্রিত্বের ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ পূরণ করবেন। Related posts:পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনআরও ৮ দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি আরবমিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক আর নেই Post Views: ৪০৬ SHARES আন্তর্জাতিক বিষয়: