শেরপুরে ছিনতাইয়ের সময়ে যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পৌর শহরের নাগপাড়া দুর্গা নারায়ণপুর (বলের বাড়ির সামনে) ছিনতাইয়ের সময়ে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, পৌর শহরের নাগপাড়া দুর্গা নারায়ণপুরের বাসিন্দা সাবেক সেনা সদস্য বেলায়েত হোসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে বাড়ি যাওয়ার সময়ে চার সদস্যের এক ছিনতাইকারী দল তার গতিরোধ করেন। এসময়ে তারা বেলায়েত হোসেনের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালানোর সময়ে এক ছিনতাইকারী পানিতে পড়ে যায়। পরে বেলায়েত হোসেন তাকে ধরে চিৎকার করলে স্থানীয়রা এসে ছিনতাইকারী সাব্বিরকে (২৩) আটক করে। এরপরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন। এ সময়ে ছিনতাইকারীর কাছ থেকে টাকা ও মোবাইল উদ্ধার করে পুলিশ। তবে সবগুলো মোবাইল ফোন পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বাকীদের নাম পরিচয় জানা ও ধরার জন্য পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শ্রীবরদীেত পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৪ শিক্ষককে অব্যাহতিশেরপুর পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন আবুল কালাম আজাদসংসদ উপনেতা মতিয়া চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Post Views: ২৭৩ SHARES শেরপুর বিষয়: