শেরপুরে ভাগ্নের লাঠির আঘাতে মামীর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ভাগ্নের লাঠির আঘাতে রোজিনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানী ঢাকার উত্তরা আরএমটি হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা বেগমের মৃত্যু হয়। রোজিনা বেগম সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়াগড় এলাকার হাতেম আলীর স্ত্রী। বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। জানা যায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে রোজিনা বেগমের সাথে তার ননদ কাজলী বেগম ও ছেলে কাদের মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২১ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সীমানায় রোজিনা বেগম ও তার সৎ ছেলে মজনু মিয়া একটি সজনা গাছ লাগাতে গেলে কাজলী বেগমের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাদির মিয়া (৩৩) গাছের ডাল দিয়ে রোজিনার বেগমের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে গুরুতর অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। Related posts:ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধননকলায় মেয়রের হাতে সাংবাদিক লাঞ্ছিত ॥ শেরপুর প্রেসক্লাবের নিন্দা, প্রতিবাদ সমাবেশ আজশেরপুরে আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মঞ্জুরুল হক Post Views: ৩২৭ SHARES শেরপুর বিষয়: