শেরপুরের নকলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০ নকলা প্রতিনিধি : শেরপুরের নকলায় বালু বোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অনিক (৩০) নামে যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিক্সার চালকসহ আরও ৪ জন। ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নকলা ইউনিয়নের ছত্রকোণা এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত অনিক পার্শ্ববর্তী নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার হাজী মজনু মিয়ার ছেলে ও এক কন্যা সন্তানের জনক। জানা যায়, অনিক তার দুই বন্ধু টিঙ্কু ও রাসেলসহ ময়মনসিংহ থেকে সিএনজিযোগে নালিতাবাড়ী আসছিল। পথিমধ্যে নকলা উপজেলার ছত্রকোণা এলাকায় পৌছলে নালিতাবাড়ী থেকে নকলাগামী একটি বালু বোঝাই একটি ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় অনিক। সেইসাথে অটোরিক্সার চালকসহ ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ ঘাটক ট্রাকটিকে আটক করলেও এর চালক কৌশলে পালিয়ে যায়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। Related posts:শ্রীবরদীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিতঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিতঝিনাইগাতীতে জুয়ার আসরে অভিযানকালে পুলিশের ওপর হামলা, আহত ৫ Post Views: ৩৩৫ SHARES শেরপুর বিষয়: