শেরপুরের নালিতাবাড়ীতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের কাচারীপাড়া রোডস্থ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের একাংশ ও উপজেলা চেয়ারম্যানের উদ্যাগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সহ-সভাপতি বিপ্লব কুমার বর্মন, আওয়ামী লীগ নেতা মুক্তারুজ্জামান মুক্তার, নাজিম উদ্দিন প্রমুখ। এছাড়াও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা আব্দুল ওয়াহাব, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন রিপন, শ্রমিক নেতা আব্দুল হান্নান তুলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে ও দোয়ার আয়োজন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভ কামনা করা হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সোমবার শহরের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন নানা কর্মসূচিসহ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,যুগ্ম সম্পাদক ওয়াজকুরুনি, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান প্রমুখ। ওইসময় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে শ্রমিকলীগ নেতা বানু হত্যার বিচারের দাবিতে মানবন্ধনশেরপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্নঝিনাইগাতীতে বঙ্গমাতা, শেখ কামালের জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা Post Views: ৩৬২ SHARES শেরপুর বিষয়: