ঝিনাইগাতীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জন আসামীকে গ্রেফতার করেছে। ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে ওই অভিযান চালিয়ে ১২ আসামীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিকের নির্দেশনায় বৃহস্পতিবার রাতে আসামী গ্রেফতারে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় থানা পুলিশ। এতে অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানা মূলে ১০ জন ও নিয়মিত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিউটি অফিসার হারুন সরকার ও এসআই সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:নকলায় মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতশেরপুরে নারী ও যুবকসহ আরও তিন জনের শরীলে করোনা ভাইরাস শনাক্তনালিতাবাড়ীতে শিশুর শ্লীলতাহানী চেষ্টার অভিযোগে মামলা দায়ের Post Views: ৩২৮ SHARES শেরপুর বিষয়: