দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে শেরপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন শেরপুরের উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৭ অক্টোবর বুধবার দুপুরে শহরের ডিসিগেইট মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী ও শিশুদের প্রতি সহিংসতায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে সাজার রায় কার্যকর করার দাবি জানানো হয়। মানববন্ধনে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন শেরপুরের প্রধান সমন্বয়ক মাশুকুর রহমান ফাহিমের সভাপত্বি অন্যান্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলনিরোল ইসলাম সোহাগ, খন্দকার শাহরিয়ার সৌরভ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদুর রহমান নাঈম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওসমান আহমেদসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ভার্চুয়াল আদালতে ৬ দিনে জামিন পেয়েছে ১৮০ আসামিনালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫ জনের সাড়ে ৭ লাখ টাকা জরিমানাশেরপুরে বার-প্রেসক্লাবের সাবেক সভাপতির চেম্বারে জরিমানাকে কেন্দ্র করে উদ্ভুত সমস্যার সমাধান Post Views: ২৩৮ SHARES শেরপুর বিষয়: