সারাদেশে নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের বিভিন্নস্থানে ধর্ষণ, যৌন হয়রানীসহ নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে শেরপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা নারী নির্যাতন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়াসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।