শেরপুরের নালিতাবাড়ীতে গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় গৃহকর্তার ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের ঘটনায় ধর্ষক গৃহকর্তা কৃষকলীগ নেতা হারুন-অর-রশিদের (৩৫) ৩ দিনের পুলিশ রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। ১১ অক্টোবর দুপুরে তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমাণ্ড আবেদনের বিষয়ে উভয় পক্ষের শুনানী শেষে ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা। একইসাথে মামলায় গ্রেফতারকৃত অপর ৪ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। তিনি জানান, আগামীকাল তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার গাছগড়া গ্রামের এক হতদরিদ্র দিনমজুরের শিশু কন্যা কাঁকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের সুরুজ আলীর ছেলে হারুন-অর রশীদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। কাজ করার এক পর্যায়ে বেশ কিছু ধরে ওই শিশুকে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল হারুন। পরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক করে রাখে হারুন। ওই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক হারুনসহ ৫ জনকে গ্রেফতার করে।