শেরপুরে সেনাসদস্যের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার মোঃ পারভেজ (২৫) নামে এক সেনাসদস্যের বিরুদ্ধে দশম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নির্যাতিত স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। ধর্ষণে অভিযুক্ত সেনাসদস্য সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের আব্দুল লতিফ খোকা মিয়ার ছেলে। ট্রাইব্যুনালের বিচারক মামলাটি এফআইআর হিসেবে গণ্য করতে শেরপুর সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে অ্যাডভোকেট কামরুল জানান, প্রায় ২ বছর আগে ফেসবুকের মাধ্যমে সেনাসদস্য মোঃ পারভেজের সাথে শহরের ঢাকলহাটি এলাকার দশম শ্রেণিপড়ুয়া ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। সেই পরিচয় সূত্রে সেনাসদস্য পারভেজ স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে নানাভাবে ফুসলাতে থাকে। গত ১১ অক্টোবর বিকেলে ওই স্কুলছাত্রীকে নিয়ে শহরের গৌরীপুর এলাকায় সেনাসদস্য পারভেজ তার পূর্বপরিচিত একটি বাসায় যায়। সেখানে ভয়-ভীতি দেখিয়ে স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় পারভেজ।
মামলার বাদী ও ধর্ষিতার মা কান্নাজড়িত কণ্ঠে জানান, সেনাসদস্য পারভেজ আমার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে সদর থানার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আমাদের কাছে এখনও মামলার কপি কিংবা আদালতের নির্দেশনা আসেনি। আদালতের নির্দেশনার কপি পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।