শেরপুরের শ্রীবরদীতে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সোহেল (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার লংগরপাড়া থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সোহেল স্থানীয় আব্দুল জলিলের ছেলে। বাবার সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কারণে সোহেল কয়েকদিন যাবত বাবার সাথে অভিমান করে আসছে। বৃহস্পতিবার দুপুরে সবার অজান্তে বসতঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন।