নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন শেরপুরের পুলিশ সুপার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রাতের আধারে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ২৪ অক্টোবর শনিবার রাতে শেরপুর সদর, নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। ওইসময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ে খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহাম্মেদ বাদল, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ২৫ অক্টোবর রবিবার রাতে দুর্গোৎসবের মহানবমীতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জেলা শহরের বটতলা, নয়আনী বাজার, কলেজ রোড, ট্রাক টার্মিনাল হরিজনপল্লী এবং গোয়ালপট্টি এলাকারসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। ওইসময় অন্যান্যদের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন সাহা, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর জেলা সদরসহ ৫ উপজেলায় ১৪২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে কড়া পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। Related posts:শেরপুরে ভ্রাম্যমাণ বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিতশেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিতশ্রীবরদীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু Post Views: ২৩৪ SHARES শেরপুর বিষয়: