চট্টগ্রাম টেস্টের শেষ দিনেও বৃষ্টির বাগড়া

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

অনলাইন ডেস্ক : বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে।

গত রাত থেকেই বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় শেষ দিনের খেলা তাই শুরু করা যায়নি।চতুর্থ দিনেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। খেলা শুরু হয়েছিল দুই ঘণ্টা দেরিতে। বৃষ্টিতে ভেসে গিয়েছিল দিনের শেষ ১৩ ওভারও। 

আজ আধা ঘণ্টা এগিয়ে খেলা শুরুর কথা ছিল। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে খেলা মাঠে গড়ানো নিয়েই শঙ্কা রয়েছে!

খেলা না হলে বড় লাভ বাংলাদেশের। এই টেস্টে বাংলাদেশকে হারাতে শেষ দিনে মাত্র ৪ উইকেট দরকার আফগানিস্তানের। বাংলাদেশের দরকার এখনও ২৬২ রান। উইকেটে আছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। তাদের পর আর কোনও বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেই।

আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২ ও ২য় ইনিংস: ২৬০

বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫ ও ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৮) ৪৪.২ ওভারে ১৩৬/৬ (সাকিব ৩৯*, সৌম্য ০*)।