শেরপুরের নালিতাবাড়ী থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে শামছুল হক নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার পশ্চিম কাপাসিয়া গ্রামের নিজ ঘর থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, বৃদ্ধ শামছুল হক সরকারের ৩ ছেলে এবং ৪ মেয়ের সবাই বিয়েশাদি করে আলাদা সংসার করছে। তাই শামছুল নিজ বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। বুধবার দুপুরে বাড়ির কাছাকাছি বিয়ে দেওয়া এক মেয়ে বৃদ্ধ বাবা শামছুলের জন্য গাভীর দুধ দিয়ে কাজের ছেলে হাসানকে পাঠান। হাসান বৃদ্ধ শামছুল হকের বাড়ি এসে ঘরের দরজা খোলা দেখতে পায়। পরে দরজায় উঁকি দিতেই মেঝেতে পা বাঁধা ও গলাকাটা লাশ দেখে চিৎকার দেয়। ওইসময় আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে লাশ উদ্ধার করে। এদিকে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।