জামালপুরে হেলথ এ্যাসিস্ট্যান্টদের (স্বাস্থ্য সহকারী) গ্রেড উন্নতিকরনের দাবীতে কর্মবিরতি পালন

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ( স্বাস্থ্য সহকারী) নিয়োগ বিধি সংশোধন করে গ্রেড উন্নতিকরনের দাবীতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জামালপুর সদর উপজেলা শাখা।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন (স্বাস্থ্য সহকারী) জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে নিয়োগ বিধি সংশোধন করে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতিকরন ও টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে কর্ম বিরতি এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দাবী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দিলরুবা বেগমের সভাপতিত্বে সকাল ৯টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
দাবী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জুয়েল আল মামুনের সঞ্চলনায় কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন দাবী বাস্তবায়ন কমিটির জামালপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুন নূর সুমন, হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি বিপুল আহাম্মেদ, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, মমিনুল ইসলাম, মমতাজ বেগম, শফিকুল ইসলাম প্রমুখ। বক্তরা নিয়োগ বিধি সংশোধন করে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতিকরনসহ টেকনিক্যাল পদ মর্যাদার দবী জানান। তাদের দাবী না মানা পর্যন্ত মাঠে কাজে না যাওয়াসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।