ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিকের দাফন সম্পন্ন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্টীয় মর্যাদায় তার জানাযা সম্পন্ন করা হয়। এসময় মরহুমের প্রতি ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার শামসুল আলমসহ মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও পুলিশের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুুষ ছিলেন জানাজায়। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক ৩০ নভেম্বর রাত আনুমানিক ১১ টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। Related posts:শেরপুরে বেকারী মালিক শিল্প সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিতনকলায় বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলননালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার Post Views: ৩৩৫ SHARES শেরপুর বিষয়: