শ্রীবরদীতে ৪শ ৮০জন কৃষাণীর মাঝে ওয়ার্ল্ড ভিশনের সবজি বীজ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪শ ৮০ জন কৃষাণীর মধ্যে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ১ ডিসেম্বর মঙ্গলবার পৌরশহরের তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র উন্নয়ন দলের সদস্যদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতকালীন সবজি বীজ বিতরণের উদ্ধোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার ও উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর মনির উদ্দিন। উপজেলা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার প্রকাশ চাম্বুগং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদউল্লাহ বিল্লাল, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং প্রমূখ। বক্তারা এসব বীজ সঠিকভাবে রোপন ও পরিচর্যার পরামর্শ দেন। এতে একদিকে নিজেদের সবজির চাহিদা মিটিয়ে বিক্রিও করতে পারবে। পুষ্টি ও আর্থিকভাবে লাভবান হবেন এসব হতদরিদ্র কৃষাণীরা। Related posts:শ্রীবরদীতে ট্রলি উল্টে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১০শেরপুরে ঘুড়ি উড়াতে গিয়ে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যুশেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত Post Views: ১৯১ SHARES শেরপুর বিষয়: