ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ॥ সোহাগের ঝড়ো ব্যাটিংয়ে শেরপুরের জয় অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পুলিশ লাইন্স মাঠে ৪ ডিসেম্বর শুক্রবার বিকেলে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ব্যাটসম্যান কনস্টেবল সোহাগ মিয়ার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের অনায়াস জয় পেয়েছে শেরপুর জেলা দল। টি-টুয়েন্টি ফরমেটে নির্ধারিত ১০ ওভারের খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে শেরপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও অনবদ্য ফিল্ডিংয়ের মুখে ময়মনসিংহ জেলা দল ৬ উইকেট হারিয়ে মাত্র ৫০ রান করে। ময়মনসিংহের সাদিকুল ১০ রান ছাড়া আর কেউ দু’অঙ্কের কোটায় কোটায় পৌঁছাতে পারেনি। শেরপুরের বোলার সাইফ ১৭ রানে নেন ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান সেহাগের ২ ছক্কা, ৩ চারে ৮ বলে অপরাজিত ২৪ রানের ওপর ভর করে মাত্র ৪ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান করে শেরপুর জেলা দল জয়লাভ করে। এর আগে প্রধান অতিথি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া বেলুন উড়িয়ে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি রেঞ্জের চারটি জেলার ৪টি পুলিশ ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তা ও খেলার পরিচালকদের সাথে পরিচিত হন। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইনসার্ভিস পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) ফেরদৌস আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহম্মেদ বাদল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, রেঞ্জের ৪টি ক্রিকেট দলের খেলোয়াড়-কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ খেলা উপভোগ করেন। উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৪টি পুলিশ দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে টি-টুয়েন্টি ফরমেটে এ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সংক্ষিপ্ত স্কোর : শেরপুর জেলা দল-৫১/২, ৪.২ ওভার (সোহাগ ২৪*, একরামুল ১০, অতি:৪, হানিফ-১/১১)। ময়মনসিংহ জেলা দল-৫০/৬, ১০ ওভার (সাদিকুল ১০, সিজার ৮, অতি: ৯, সাইফ ২/১৭)। শেরপুর জেলা দল ৮ উইকেটে জয়ী। Related posts:শেরপুর থেকে যে কোন সময় পণ্য পরিবহন বন্ধ করে দিতে পারে ট্রাক চালকরা- আরিফ রেজাশেরপুরে অতস’র ঈদ শুভেচ্ছা পেল ২শতাধিক অসহায় মানুষশেরপুরে প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Post Views: ১৬৬ SHARES শেরপুর বিষয়: