ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় করোনাজনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে উপজেলা পরিষদ হল রুমে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্য্দায় উপযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্য্দায় উদযাপনের লক্ষ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপ-পুলিশ পরিদর্শক হারুন সরকার, জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্ট্রেশন অফিসার আব্দুল লতিফসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জাসদের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় দিবসটি স্বল্প পরিসরে পালন উপলক্ষে পৃথক পৃথক ভাবে উপ-কমিটি গঠন করা হয়। Related posts:ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপননালিতাবাড়ীতে অভিমানে চতুর্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যানকলায় বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা Post Views: ২৪৬ SHARES শেরপুর বিষয়: