শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির মাস্ক বিতরণ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

স্টাফ রিপোর্টার : তরুণ গণমাধ্যমকর্মীদের সংগঠন শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার শেরপুর জেলা শহরের থানা মোড় (বঙ্গবন্ধু স্কয়ার) থেকে মাস্ক বিতরণ কর্মসূচীর সূচনা করেন শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ। করোনা ভাইরাস রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা মোড়, নিউমার্কেট, তেরাবাজার মোড়, খরমপুর, কলেজ মোড়ে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মেহেদি হাসান সজিব, সাংস্কৃতিক সম্পাদক রাজন মিয়া, দপ্তর সম্পাদক হামিদুর রহমান, মানবাধিকার সম্পাদক এম এইচ হৃদয়, সদস্য ওয়াহিদুল খান দ্বীপ উপস্থিত ছিলেন।