বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

শ্রীবরদী প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। ১২ ডিসেম্বর শনিবার দুপুরে পশ্চিম বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে চাররাস্তা মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, কমান্ডার জহুরুল হক মন্সী (বীর প্রতীক বার), বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ।
ওই কর্মসূচীতে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল থেকে ভাস্কর্যবিরোধী ও ভাঙচুরকারীদের স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি ধর্ম ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শ্লোগান দেওয়া হয়।