শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রীবরদীতে আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, ওসি (তদন্ত) বন্দে আলী, ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এমএ মতিন, আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহহেল আল-আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতারশেরপুরের নালিতাবাড়ীতে ফাতেমা রাণীর তীর্থ উৎসব শুক্রবারনালিতাবাড়ীতে শিক্ষকদের মতবিনিময় সভা Post Views: ২৭৫ SHARES শেরপুর বিষয়: