শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০ Exif_JPEG_420 স্টাফ রিপোর্টার : শেরপুর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় অগ্নিনির্বাপক লাইসেন্স না থাকার দায়ে ১৪ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর বিকেলে শহরের শহীদ বুলবুল সড়ক ও নিউমার্কেট এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ, অহনা জিন্নাত ও আকলিমা আক্তার সঙ্গীয় ফোর্সসহ সোমবার বিকেলে শহীদ বুলবুল সড়কের পরশ মনি গার্মেন্টেস দোকানে অগ্নিনির্বাপক লাইসেন্স না থাকায় ২০০৩ সালের ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১ হাজার টাকা জরিমানা, একই ধারায় মেসার্স জোয়ার্দ্দার বস্ত্রালয়কে ৫ হাজার টাকা, নিউমার্কেট এলাকায় দুরন্ত গ্যালারীকে ৩ হাজার টাকা ও আরেকটি কসমেটিক্স দোকানকে ৫ হাজার টাকা সহ ৪টি দোকানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জরিমানার টাকা অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। ওইসময় অন্যান্যদের শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক মোঃ আতিকুর রহমান আতিক, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শামীমুল, জেলা প্রশাসক কার্যালয়ের জেপি নজরুল, পেশকার হেলাল সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। Related posts:শ্রীবরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুভালোবাসা দিবসে শেরপুরে ব্যতিক্রমী ভালোবাসা ছড়ালো সেচ্ছাসেবী সংগঠন “ভ্যালেন্টাইন বার্ডস”শেরপুরে সীমান্তে অপরাধপ্রবণতা বন্ধে বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত Post Views: ২৬৪ SHARES শেরপুর বিষয়: