সরিষাবাড়ীতে সিএনজি খাদে পড়ে চালকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে কবির হোসেন (৫০) নামে এক সিএনজি অটোরিকশা চালক খাদে পড়ে মারা গেছেন। উপজেলার পিংনা ইউনিয়নের পদ্মপুর এলাকার সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর রোডে বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে কবির হোসেন তার সিএনজিতে পদ্মপুর থেকে তিনজন যাত্রী নিয়ে টাঙ্গাইলের ভুয়াপুরে যাচ্ছিলেন। রওনা হওয়ার কিছুক্ষণ পরই ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সিএনজিসহ খাদে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। Related posts:শ্রীবরদীতে মশা তাড়াতে জ্বালানো আগুনে জ্বললো বাড়ি, পুড়ে মরলো শিশুশেরপুরে মাস্ক না পরায় ৩৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাশেরপুরে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল দুই মাইক্রোবাস, আহত ১৭ Post Views: ৩২১ SHARES শেরপুর বিষয়: