শেরপুরের নকলায় ৩ কেজি গাঁজাসহ আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি : ২৫ ডিসেম্বর শুক্রবার রাতে শেরপুরের নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাচকাহনিয়া টেকনিক্যাল বিএম কলেজের সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ সুজন মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত সুজন মিয়া পাচকাহনিয়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে পাচকাহনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুজন মিয়া দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য, গাঁজা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। Related posts:শ্রীবরদীতে মুজিব শতবর্ষের প্রস্তুতিমূলক ও আইন শৃঙ্খলা কমিটির সভাশেরপুরে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ॥ পলকশেরপুরে জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত Post Views: ২৮৩ SHARES শেরপুর বিষয়: