শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা যুবারা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ ক্রীড়া ডেস্ক : এশিয়া অনূর্ধ্ব-১৯ কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এ জয়ের ফলে অপরাজিত থেকেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ চারে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার মোরাতুয়ায় প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান করে বাংলাদেশ। জবাবে ৪৭.৪ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ওপেনার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরির সুবাদে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ১৪০ বলে ১২টি চার ও দুটি ছক্কায় ১২৬ রান করেন তিনি। শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই হাফসেঞ্চুরির দেখা পাননি। সর্বোচ্চ ৪২ রান করেন রোহান সঞ্জয়। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৭৩/৭ (তানজিদ ১৭, মাহমুদুল ১২৬, পারভেজ ১০, হৃদয় ৫০, শামীম ২২, আকবর ১৪, শাহাদাত ১২*, মৃত্যুঞ্জয় ৪, রাকিবুল ৪*; ড্যানিয়েল ২/৩৯, মাদুশঙ্কা ৩/৫৪, চামিন্দু ০/২৭, রোহান ০/৪৭, কাভিন্দু ১/৭৬, পারানাভিথানা ১/৩০) শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.৪ ওভারে ২৩১/১০ (পারানাভিথানা ১৭, কামিল ৩৩, রাভিন্দু ১৭, আহান ৩৩, পেরেরা ৩৬, আভিস্কা ২২, কাভিন্দু ০, চামিন্দু ১, রোহান ৪২, ড্যানিয়েল ৫, মাদুশঙ্কা ১৩*; শরিফুল ২/৫০, শামীম ১/৩৯, মৃত্যুঞ্জয় ১/৩৮, আশরাফুল ২/৪৭, রাকিবুল ৩/৪৯) ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪২ রানে জয়ী Related posts:মোরসালিনের গোলেই ভুটানকে হারাল বাংলাদেশমেসিবিহীন যুগে দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট বার্সারহলান্ড-এমবাপ্পেকে হারিয়ে ফিফার ‘দ্য বেস্ট’ মেসি Post Views: ৩২৪ SHARES খেলাধুলা বিষয়: