শেরপুরের নবাগত পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীকে সংবর্ধনা দিল জেলা প্রশাসন

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

স্টাফ রিপোর্টার : শেরপুরের নবাগত পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় তাকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় জেলা প্রশাসক নবাগত পুলিশ সুপারকে শেরপুর জেলায় স্বাগত জানান।
সংবর্ধনাকালে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।