আজ আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। আজ বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। Related posts:করোনা আক্রান্ত যুবলীগ চেয়ারম্যান শেখ পরশটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধাজন্মলগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী Post Views: ৩১৯ SHARES রাজনীতি বিষয়: