ইসলামোফোবিয়া বন্ধে একজোট তুরস্ক-পাকিস্তান-আজারবাইজান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১ অনলাইন ডেস্ক : আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় তুরস্ক ও পাকিস্তান সমর্থন দিয়েছিল আজারবাইজানকে। এবার একজোট হয়ে দেশগুলো ইসলামোফোবিয়া বন্ধে বিশ্বব্যাপী কাজ করার ঘোষনা দিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। জানা গেছে, ইসালামোফোবিয়ার বিস্তার ঠেকাতে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরির ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান। একইসঙ্গে শান্তি, নিরাপত্তা, ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান-প্রযুক্তি, শিক্ষা ও সাংস্কৃতিক খাতসমূহে ত্রিপক্ষীয় সহযোগিতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে দেশ তিনটি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দিয়ে এ খবর নিশ্চিত করেছেন। এতে উল্লেখ করা হয়, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের উপস্থিতিতে দেশ তিনটির মধ্যে দ্বিতীয় ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। Related posts:কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানভারতে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে ১২১, গ্রেপ্তার হতে পারেন ভোলে বাবাভয়াবহ হামলার পর ক্রিমিনা শহর দখলে নিলো রাশিয়া Post Views: ২৪৫ SHARES আন্তর্জাতিক বিষয়: