শ্রীবরদীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১ শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় গলায় ফাঁস দিয়ে সাবরিনা মনি প্রথা (১১) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে শ্রীবরদী উপজেলার ভারেরা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ভারেরা গ্রামের হাদিউল ইসলামের মেয়ে। সে ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবরিনা মনি প্রথা ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতেই অবস্থান করছিল সে। প্রথার বড় বোন সানজিদা ইয়াসমিন পিংকি ও তার বাবা প্রথাকে বাড়ির বাহিরে খেলাধুলা করতে নিষেধ করায় সে অভিমান করে তাদের বসত ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন প্রথাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:ঝিনাইগাতীতে নবনির্বাচিত ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিতনালিতাবাড়ীতে দোকান ভেঙে আচার খেয়ে সাবার করলো বন্যহাতিঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত Post Views: ৩২৭ SHARES শেরপুর বিষয়: