শেরপুরে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সম্পা

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

স্টাফ রিপোর্টার : আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখায় ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
২৫ জানুয়ারী সোমবার আইন ও মানবাধিকারসুরক্ষা ফাউন্ডেশন এর শেরপুর জেলায় ওই কমিটির অনুমোদন দেয়া হয়। এতে আরিফুল ইসলাম অপু সভাপতি, উত্তম কুমার সূত্রধর সাধারণ সম্পাদক, মোঃ সাইদুল ইসলাম সাইদ সাংগঠনিক সম্পাদক, মাহিম আলম মাহিম উপ দপ্তর ও শারমিন আক্তার সম্পা মহিলা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও মানবতার সেবায়, আমরা আছি আপনাদের পাশে। এই স্লোগানকে সামনে রেখে আমরা অবহেলিত, নির্যাতিত, নিপিড়ীত মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার কথা জানান নব নির্বাচিত সদস্যরা।
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিউদ্দিন জুয়েল, নির্বাহী পরিচালক উজ্জ্বল হোসেন মুরাদ।